মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে ইরানও এই সমঝোতা থেকে বের হয়ে যেতে পারে। গত বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ নিউ ইয়র্কে আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেছেন, যদি ওয়াশিংটন সমঝোতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে ইরানেরও নিজেকে প্রত্যাহারসহ অন্যান্য সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। ২০১৫ সালের জুলাই মাসে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করে ইরান। ২০১৬ সালের জানুয়ারি মাসে এটির বাস্তবায়ন শুরু হয়। এতে বলা হয়েছে, জাতিসংঘ ও পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিনিময়ে নিজের পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করবে তেহরান। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার পূর্বসূরি বারাক ওবামার আমলে করা এই চুক্তি তার জন্য অস্বস্তিকর। এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকবার এই চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন। সাক্ষাৎকারের অন্য অংশে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরমাণু সমঝোতার প্রতি ওয়াশিংটন যদি প্রতিশ্রæতিবদ্ধ থাকে, তাহলে এটা তাদের জন্য ভালো হবে। আইআরআইবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।