Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র বিক্রি করতেই ভারত-মার্কিন পরমাণু চুক্তি

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : সাবেক মার্কিন সিনেটর ল্যারি প্রেসলার বলেছেন, ভারত-মার্কিন বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিটি আদতে এক ধরণের অস্ত্র চুক্তি, যেখানে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের মূল বিষয়গুলো হওয়া উচিৎ ছিল ‘কৃষি, প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা’। গত বৃহস্পতিবার সাবেক এই মার্কিন সিনেটর তার বই ‘আনভেইলিং নেইভারস ইন আর্মস’-এর উদ্বোধনের সময় এসব কথা বলেন। মার্কিন সিনেট-এর অস্ত্র নিয়ন্ত্রণ উপকমিশনের সাবেক চেয়ারম্যান ল্যারি প্রেসলার এসময় পাকিস্তানের জন্য কিছু সতর্ক বার্তাও দেন। তিনি বলেন, যদি পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্রæত কোনো পদক্ষেপ না নেয়, তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদেরকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করতে পারে। প্রেসলার বলেন, আমি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার দেখতেই বেশী পছন্দ করবো, তবে আমি চিন্তিত যে ইন্দো-মার্কিন পরমাণু চুক্তিটি এখন পর্যন্ত মূলত একটি সামরিক চুক্তি। আমার মনে হয় যে নতুন চুক্তিটি ভারতীয়দের জন্য বিপুল অস্ত্র বিক্রয়ের সুযোগই করে দিয়েছে। ভারত-মার্কিন পরমাণু সহযোগিতা চুক্তি ২০০৮ সালের অক্টোবরে স্বাক্ষরিত হয়, যা পারমাণবিক ও মহাকাশ শিল্পে পশ্চিমাদের সাথে ভারতকে একই স্তরে নিয়ে আসতে সাহায্য করছে বলে ধরে নেয়া হয়। চুক্তিটি ভারতের পারমাণবিক শক্তি উৎপাদনে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। প্রেসলার দাবি করেন, তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নয়াদিল্লির সফর একটি অস্ত্র বিক্রির ট্রিপ ছিল। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা করতে পারে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যতক্ষণ না পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে কাজে কিছু পরিবর্তন না করে ততক্ষণ পর্যন্ত তা ঘটার সম্ভাবনা থাকবে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ