Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে যুক্তরাষ্ট্র : বার্নিকাট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রও কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিয়োজিত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ।
বার্নিকাট বলেন, বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার আওতায় ইতোমধ্যে বিশ্ব খাদ্য সংস্থাকে (ডবিøউএফপি) আরও ৬০ লাখ ডলার দিয়েছে। এই তহবিল ডবিøউএফপিকে এ বছরের শুরুতে দেওয়া ১০ লাখ ডলারের সঙ্গে যুক্ত হবে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে রোহিঙ্গা সংকটে ভুগছে উল্লেখ করে তিনি বলেন, এ সংকট এখন আরও তীব্র হয়েছে। রোহিঙ্গা সংকট এবং সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আলাপ-আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত এবং এ সংকটের সমাধান হবে বলে মনে করছেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ বিমানযোগে কক্সবাজার আসেন বার্নিকাট। এরপর বেলা ১টার দিকে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান। পরে ডবিøউএফপি খাদ্য বিতরণ কর্মসূচি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম এবং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। পরে তিনি বালুখালী শরণার্থী ক্যাম্পও পরিদর্শনে যান।এসময় তার সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ