Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোষ তো ভাগ্যেরই!

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ভাগ্য পাশে থাকলে কি এভাবে মাঠ ছাড়তে হতো ইভিন লুইসকে। তার দল ওয়েস্ট ইন্ডিজও বা কেন হারবে ৩৫৬ রানের বিশাল সংগ্রহের পরও? স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারও যে তাতে নিশ্চিত হয় ক্যারিবীয়দের।
পায়ের গোড়ালিকে আঘাত পেয়ে লুইস যখন সেচ্ছা অবসর যান, তার নামের পাশে তখন ১৭৬ রান। ইনিংস শেষ হতে তখনও ২২ বল বাকি। ওয়ানডে ইতিহাসের সপ্তম দ্বিশতকটা হয়তো পেতেও পারতেন উইন্ডিজ ওপেনার। তবে যা করেছেন তাই-ই বা কম কিসে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে এমন ‘বিধ্বংসী’ রুপ দিতে পেরেছেন ক’জন। ৭টি ছক্কা ও ১৭টি চারে ১৩০ বলে ১৭৬ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সেই সুবাদে লন্ডনে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে ৩৩ রানে ৩ উইকেট হারানোর পরও ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ৪টি করে চার ও ছক্কায় ৬২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। এছাড়া জেসন মোহাম্মদ ৪৬ ও রোভম্যান পাওয়েল অপরাজিত ২৮ রান করেন। ইংল্যান্ডের ক্রিস ওকস ৭১ রানে ৩ উইকেট নেন।
জবাবে ইংল্যান্ড ৩৫ দশমিক ১ ওভারে ৫ উইকেটে ২৫৮ রান করার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি আইনে তখন ৬ রানে এগিয়ে ইংলিশরা। ফলে ৬ রানে বিজয়ী ঘোষণা করা হয় তাদের। দলের পক্ষে ওপেনার জেসন রয় ৬৬ বলে ৮৪, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মঈন আলী ২৫ বলে অপরাজিত ৪৮ ও উইকেটরক্ষক জশ বাটলার ৩৫ বলে অপরাজিত ৪৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ ক্যারিয়ার সেরা ৫৬ রানে ৫ উইকেট শিকার করেন। দল হারলেও দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যের জন্য ম্যাচের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লুইস।
দ্বিতীয় ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।
ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ৩৫৬/৫ (লুইস ১৭৬, হোল্ডার ৭৭, ওকস ৩/৭১)। ইংল্যান্ড : ৩৫.১ ওভারে ২৫৮/৫ (রয় ৮৪, মঈন ৪৮*, জোসেফ ৫/৫৬)। ফল : বৃষ্টি আইনে ইংল্যান্ড ৬ রানে জয়ী। সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ম্যাচ সেরা : ইভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ