Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের নিয়ে নোয়াখালীবাসীর আতঙ্কের কারণ নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নোয়াখালীবাসী রোহিঙ্গাদের বিষয়ে আতঙ্কের কোন কারণ নেই। রোহিঙ্গাদের ওপর প্রশাসনের শক্ত নজরদারি থাকবে। তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী তাদের এখানে আনা হবে।’
গতকাল (বৃহস্পতিবার) দুপুরে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের পুনর্বাসনের জন্য নির্ধারিত নোয়াখালীর ভাষানচর পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।
তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন ভাষানচরকে রোহিঙ্গাদের জন্য একটি সুন্দর আবাসন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এজন্য বাংলাদেশ নৌ-বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। সব কিছুই এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। শিক্ষা, চিকিৎসা ও আবাসনসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে শরণার্থী শিবির গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন, র‌্যাব এর মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. মনির-উজ-জামান, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ