নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে দ্রæততম দেড়শ’ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের লেগ-স্পিনার ইয়াসির শাহ। গতকাল দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লাহিরু থিরিমান্নেকে আউট করার মধ্য দিয়ে ২৭ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন ইয়াসির। আগের রেকর্ডটি ছিল অজি লেগ স্পিনার ক্লারি গ্রিমিথের দখলে। ২৭ ম্যাচে দেড়শ উইকেট নিয়েছিলেন গ্রিমিথ।
স্পিনার হিসেবে দ্রæত দেড়শ’ উইকেট শিকারের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাগ টেফিল্ড, পাকিস্তানের সাইদ আজমল ও ভারতের রবীচন্দ্রন অশ্বিন। তিন জনই ২৯ টেস্টে দেড়শ’ উইকেট শিকার করেছিলেন।
সব মিলিয়ে দ্রæত দেড়শ’ উইকেট শিকারের তালিকায় যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন ইয়াসির। এই তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের সিডনি বার্নস। ২৪ ম্যাচে দেড়শ’ উইকেট শিকার করেছিলেন বার্নস। ইয়াসিরের মত ২৭ ম্যাচে দেড়শ’ উইকেট শিকার করেছিলেন পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসও।
ইয়াসিরের ঘূর্ণী জাদুতেই দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ শুরু করেছিল পাকিস্তান। ৩৪ রানে হাসান আলীর প্রথম আঘাতের পর স্কোর বোর্ডে এক রান যোগ না হতেই লাহিরু থিরিমান্নেকে এলবিডবিøউয়ের ফাঁদে ফেলে ক্যারিয়ারে ১৫০তম উইকেটের মালিক হন ইয়াসির। খানিক বাদে কুসল মেন্ডিসকেও স্টাম্পিংয়ের ফাঁদে আটকালে ৬১ রানে ৩ উইকেটে পরিণত হয় লঙ্কান স্কোরবোর্ড। এরপর দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে পথ দেখান ওপেনার দিমুথ করুনারতেœ। কিন্তু ‘নাভাস নাইনটি’তে দুর্বাগ্যজনক রান আউটে কাটা পড়ে সাজঘরে ফেরেন তিনি। ২০৫ বলে ৫ চারে ৯৩ রানের ক্রিকেটীয় ইনিংসটি সাজিয়েছিলেন এই ওপেনার। পরে অধিনায়ক দিনেশ চান্দিমাল (৬০*) ও নিরোশান ডিকভেলা (৪২*) অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটিতে দিনটা নিজেদের করে নেন।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৯০ ওভারে ২২৭/৪ (করুনারতেœ ৯৩, চান্ডিমাল ৬০*, ডিকভিলা ৪২*; ইয়াসির ২/৫৯, হাসান ১/৫৮)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।