Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপেক্ষা বাড়ছে মোসাদ্দেকের

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় দলের তরুণ তুর্কি মোসাদ্দেক হোসেন বাঁ-চোখে ভাইরাস ক্যারাটিস নামক রোগে আক্রান্ত হয়ে ভুগছেন বেশ কিছুদিন যাবত। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বঞ্চিত হয়েছেন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও। সুস্থ হওয়ার অপেক্ষাটা তাও কমছে না তাঁর। উল্টো এবার আরো একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। ২১-বছর-বয়সী এই ক্রিকেটারের সুস্থ হতে তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘মোসাদ্দেকের সুস্থ হতে তিন থেকে ছয় মাস লাগবে। আবার অন্য এক ডাক্তার বলেছেন এক বছরের কথা। তবে আমরা আশা করছি ৩ মাসেই সুস্থ হয়ে যাবে।’
চোখের সমস্যা নিয়ে দু’টি চক্ষু হাসপাতালসহ উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন থাইল্যান্ডেও। এত কিছুর পরও কোন উন্নতির দেখা পাচ্ছেন না তরুণ প্রতিভাবান এই অলরাউন্ডার। এর কারণ হিসেবে মোসাদ্দেকের চোখের উন্নতির ওঠা-নামাকে দায়ী করেছেন বিসিবির চিকিৎসক। মোসাদ্দেকের ধীর গতিতে সেড়ে উঠার কারণ ব্যাখ্যা করে দেবাশীষ চৌধুরী জানান, ‘সৈকত অনেকদিন ধরেই চোখের ভাইরাসে ভুগছে। এখন পরিস্থিতি যা হয়েছে, ওর উন্নতিটা একটু ধীর গতিতে হচ্ছে। তাছাড়াও ওঠা-নামা করছে ওর চোখের অবস্থা। ৯০% ভাল হলে আবার ৭০% খারাপ হচ্ছে। তবে এখন ৭০ ভাগের মত ঠিক আছে।’
কিছুদিনের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। ঢাকা ডায়নামাইটসের হয়ে এবারের আসরে খেলার কথা রয়েছে মোসাদ্দেকের। এমতাবস্থায়, তাঁর বিপিএল খেলার সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, ‘সামনের মাসের শুরুর দিকে চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা বোর্ড গঠন করা হবে। তারা দেখবেন তার কি অবস্থা। ডাক্তার দেখলে বলা যাবে কত তাড়াতাড়ি ও মাঠে ফিরতে পারবে। তারপর বলা যাবে সে বিপিএল খেলতে পারবে কি না।’ তবে আপাতত কোন অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ