Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লরগাতের পদত্যাগ

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে বাংরাদেশ ক্রিকেট বোর্ড। চলছে প্রথম টেস্টও। এরই মধ্যে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন হারুন লরগাত। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) সভাপতি ক্রিস নেনজানি গতকাল জানান, বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় লরগাত তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন। নেনজানি বলেন, ‘সম্প্রতি আমরা বেশ কয়েক বার বোর্ড এবং লরগাতের মধ্যকার দূরত্ব কমানোর চেষ্টা করেছি। কিন্তু সন্তোষজনক সমাধানের কোন পথ আমরা খুঁজে পাইনি।’
সম্পর্কের অবনতির বিষয়ে বিস্তারিত জানাননি নেনজানি। তবে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া ঘরোয়া নতুন গেøাবাল টি-২০ টুর্নামেন্টে লরগাতের ভুমিকা নিয়ে বোর্ডের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। তার বদলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন সিএসএ ভাইস প্রেসিডেন্ট থাবাং মোরোয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ