মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ারমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কিছুই নেই বলে মন্তব্য করলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের প্রধান ফিলিপো গ্রান্দি। গত বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবে কি না তা নিয়ে সন্দিহান। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। তিনি বলেন, রোহিঙ্গাদের কিছুই নেই। তারা প্রাণ বাঁচাতে সবকিছু ছেড়ে পালিয়ে এসেছে। এখন তাদের সবকিছুই প্রয়োজন। ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর সামরিক বাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে অন্তত ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানান, তারা প্রত্যেকেই মানবেতর জীবন কাটাচ্ছে। যেকোনও সময় মহামারী রোগ দেখা দিতে পারে। তিনি বলেন, এটা স্পষ্ট যে সমস্যার উৎপত্তি মিয়ানমারেই হয়েছে। ফলে এর সমাধানও সেখান থেকেই আসতে হবে। তিনি আরও বলেন, আমি আমার অন্যান্য সহযোগীদের মত মিয়ানমারকে এই সঙ্কট সমাধানে পদক্ষেপ নেওয়ার আহŸান জানাই। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।