মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘ বিশেষ দূত স্টিফেন ডি মিসতুরা বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে জেনেভায় সিরিয়া সংক্রান্ত আলোচনা নিয়ে তিনি নতুন দফার বৈঠক আয়োজনের আশা করছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ডি মিসতুরা বলেন, বাস্তব পরিস্থিতি এবং সিরিয়ার জনগণের ব্যাপারে দায়বদ্ধতা মূল্যায়নে আমি উভয় পক্ষের প্রতি আহবান জানিয়েছি এবং জেনেভা আলোচনায় অংশ নিতে গুরুত্ব সহকারে প্রস্তুতি নেয়ার কথা বলেছি। এ বিশেষ দূত বলেন, দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে চলা এ রক্তক্ষয়ী সংঘাত নিরসনের বিষয়ে তিনি অষ্টম দফার বৈঠক আয়োজনে আগ্রহী। আর তিনি এটা অক্টোবরের শেষ নাগাদ বা নভেম্বরের শুরুতেই করতে চান। ডি মিসতুরা ইতোমধ্যে জেনেভায় সপ্তম দফার বৈঠকের আয়োজন করলেও ওই বৈঠক থেকে তেমন কোন ফল পাওয়া যায়নি। এ আলোচনার অগ্রগতির ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাগ্যের পরিণতি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।