Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে পার্লামেন্ট ভেঙে দিলেন আবে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আগাম জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এর আগে জাপানে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেয়া হয় এবং এ নির্বাচনে ২২ অক্টোবর ভোটগ্রহণ হবে। নিজের জনপ্রিয়তা যাচাই এবং উত্তর কোরিয়া নিয়ে বিদ্যমান সংকটে জনমত জানতে সরকারের মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই সাধারণ নির্বাচন দিচ্ছেন শিনজো আবে। তিনি তার সমর্থনে আরো শক্তিশালী জনরায় চাইছেন। ২০১২ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শিনজো আবে। তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ডায়েটে (জাপানের পার্লামেন্ট) জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে। চলতি বছরের শুরুর দিকে শিনজো আবের জনপ্রিয়তায় ভাটা পড়ে। তবে উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় তার প্রতি জনসমর্থন আবারো বেড়েছে বলে মনে করা হচ্ছে। তবে এবারের নির্বাচনে আবের মুখোমুখি হচ্ছেন টোকিওর গভর্নর ইউরিকো কোইকে। ফলে সহজেই জয় নিশ্চিত হবে না তার। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ