মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী অর্থবছর থেকে সর্বোচ্চ ৪৫ হাজার শরণার্থী আশ্রয় দেয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিগত ১০ বছরে যা সর্বনিম্ন। ডেমোক্রেট ও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করলেও ট্রাম্প প্রশাসনের দাবি, মার্কিনির নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের এই পদক্ষেপ। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ১৯৮০ সালে মার্কিন শরণার্থী আশ্রয় ব্যবস্থা গঠনের পর থেকে এবারই সর্বনিম্ন সংখ্যক শরণার্থী আশ্রয় দেয়ার প্রস্তাব এটি। মানবাধিকার সংস্থাগুলো জানায়, বিশ্বজুড়ে চলা শরণার্থী সঙ্কটকে এ্ই প্রস্তাবের মাধ্যমে এড়িয়ে যাওয়া হয়েছে। এছাড়া এই প্রস্তাব অনুযায়ী শরণার্থীদের জন্য বাজেটও কমে যাবে ২৫ শতাংশ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।