মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়া ও সিরিয়ার বোমারু বিমানগুলোর ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৫০ জন বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে সরকার বিরোধীরা। দেশটির হামা প্রদেশের উত্তরাঞ্চলে সরকার-নিয়ন্ত্রিত এলাকায় কট্টরপন্থি বিদ্রোহীদের জোট বড় ধরনের হামলা শুরু করার পর নতুন করে এ বোমা হামলা শুরু করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা। ইদলিবের বিদ্রোহীদের পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মী সালেম আবু আল আজেম গত বুধবার বলেন, রাশিয়া ও সরকারি বাহিনী বোমা হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ১৫২টি লাশ ও ২৭৯ জন বেসামরিক লোককে উদ্ধার করেছি আমরা। উদ্ধার করা লাশগুলো বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর সামনে স্তূপ করে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কট্টরপন্থি জঙ্গিদের ওপর হামলা চালাচ্ছে, চিকিৎসা কেন্দ্র ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। অপরদিকে বিদ্রোহীদের দাবি, দেশের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য স্থানীয় পর্যায়ের যুদ্ধবিরতিতে রাজি হতে বিদ্রোহীদের ওপর চাপ সৃষ্টি করতেই এসব হামলা চালানো হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।