Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

২০২৫ সালের মধ্যে চীন হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাশিয়াকে হটিয়ে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য চীন সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দেবে বলে মনে করেন মার্কিন জয়েন্ট চীফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড। তাই তিনি বেইজিংয়ের বিরুদ্ধে তুলনমূলক সুবিধা ধরে রাখতে কংগ্রেসের কাছে সেনাবাহিনীর বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছেন। এ সময় তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে সম্ভবত চীন হবে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্ব›দ্বী। মেরিন কোরের সাবেক কমান্ডার ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর নেতৃত্বদানকারী ডানফোর্ড বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জন্য তিনটি বড় সামরিক হুমকি হলো রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। তিনি বলেন, আমরা যদি ২০২৫ সালের পরের দৃশ্যপট চিন্তা করি, জনসংখ্যাগত ও অর্থনৈতিক পরিস্থিতি বিচেনায় নেই, তাহলে চীন আমাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আবির্ভুত হবে। স্পুটনিক পত্রিকার এক খবরে বলা হয়, ২৬ সেপ্টেম্বর সিনেট আর্মড সার্ভিস কমিটিতে শুনানিকালে জেনারেল ডানফোর্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন। ডানফোর্ডের মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনার অংশ হিসেবে এই শুনানি অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের স্বার্থ তুলে ধরতে দিয়ে ডানফোর্ড আফগানিস্তান ও উত্তর কোরিয়ার বিষয়েও কথা বলেন। এই মুহূর্তে চীন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র্রের ক্ষমতা প্রদর্শনের সামর্থ্য খর্ব করা এবং মিত্র দেশগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। মার্কিন জেনারেল সম্ভবত জাপান ও ভারতের প্রতি ইংগিত করেছেন। চীনের সঙ্গে চলতি বছর এই দুটি দেশের যথাক্রমে দক্ষিণ চীন সাগর ও দোকলাম উপত্যকায় ভূখন্ড নিয়ে বিরোধ দেখা দেয়। ডানফোর্ড বলেন, চীনের নেতারা নিকট ভবিষ্যতে প্রতিরক্ষা ব্যয় বাড়াবেন বলে মনে হচ্ছে। চীনের সেনাবাহিনী আধুনিকায়নের সম্ভাব্য উদ্দেশ্য হলো প্রযুক্তিগত সুবিধার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে পেছনে ফেলা। ২০০৭ সাল থেকে বেইজিং প্রতিবছর গড়ে ৮.৫% হারে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে চলেছে। তাই এর সঙ্গে তাল মেলাতে যুক্তরাষ্ট্রেরও প্রতিরক্ষা ব্যয় প্রতিবছর ৩ থেকে ৭ শতাংশ বাড়াতে হবে বলে ডানফোর্ড মনে করেন। তবে, সিনেট ২০১৮ সালের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় ৬৯২ বিলিয়ন ডলার অনুমোদন করেছে। যা বিগত বছরের তুলনায় ১০.৫% বেশি। স্পুটনিক।



 

Show all comments
  • Wilfred Quiah ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১১:১৫ এএম says : 0
    You are very wrong. No country can be of any threat for USA, USA itself is threat for the USA.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ