Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্লেবয় প্রতিষ্ঠাতা হফনারের মৃত্যু

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আন্তর্জাতিক ম্যাগাজিন প্লেবয়-এর প্রতিষ্ঠাতা হিউ হফনার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। প্লেবয় এন্টারপ্রাইজেস ইনকরপোরেশন জানিয়েছে, শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে। ১৯৫৩ সালে নিজ বাড়ি থেকে প্লেবয় প্রকাশ করা শুরু করেন হফনার। পুরুষদের ম্যাগাজিন হিসেবে তার ম্যাগাজিনই বিশ্বে সবচেয়ে বেশি বিক্রীত। এক মাসে সর্বোচ্চ ৭০ লাখ কপি প্রকাশের রেকর্ড রয়েছে। বলা হয়ে থাকে, ১ হাজারেরও বেশি নারীর সঙ্গ উপভোগ করেছেন তিনি। হফনারের ছেলে কুপার হফনার বলেছেন, অনেকেই তার শূন্যতা গভীরভাবে অনুভব করবে। বাবার ব্যক্তিক্রমী ও প্রভাবশালী জীবনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তিনি। মুক্তবাক, নাগরিক স্বাধীনতা ও যৌন স্বাধীনতার পক্ষাবলম্বনকারী হিসেবে তিনি তার বাবাকে অভিহিত করেছেন। হিউ হফনারের সবচেয়ে বড় কৃতিত্ব হলো- নগ্নতাকে পশ্চিমী মূলধারার প্রকাশনায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন তিনি। এই ম্যাগাজিনের ব্যবসা তাকে কোটিপতি বানিয়েছে। ক্যাসিনো ও নাইটক্লাবের ব্যবসাও রয়েছে তার। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ