Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে আরেক ধর্ষক ভন্ড গুরু গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের উত্তরপ্রদেশে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় আরো এক স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণীকে আটমাস যাবত প্রত্যেক রাতে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উত্তর প্রদেশের সীতাপুরে আশ্রম ও স্কুলের পরিচালক সিয়ারাম দাসের বিরুদ্ধে ওই তরুণী ধর্ষণের অভিযোগ এনেছেন। নির্যাতিতার অভিযোগ, চাকরি দেয়ার নাম করে তার এক আত্মীয় তাকে সিয়ারাম দাসের ঘনিষ্ঠ মহিলা রিন্টু সিংহর কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। সিয়ারামের স্কুলের প্রধান রিন্টু সিংহ। তিনি নির্যাতিতাকে বারাবাঁকি, ফৈজাবাদ, লখনউ ও আগরার আশ্রমে পাঠাতেন। সেখানে ওই তরুণীকে ধর্ষণ করা হত এবং সেই ঘটনার ভিডিও তুলে নির্যাতিতাকে বø্যাকমেইল করা হত বলে অভিযোগ করা হয়। কোনোক্রমে সিয়ারামের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হন ওই তরুণী। মহন্ত সিয়ারাম দাস অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ