মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী ২ বছরের জন্য আরও ৫০ হাজার (অর্ধ লক্ষাধিক) শরণার্থীর পুনর্বাসন করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)।শরণার্থীদের বেশিরভাগই আফ্রিকা থেকে আসা। দুই বছরের জন্য ইউরোপের বিভিন্ন দেশে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হবে। গতকাল বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, গত বুধবার ইইউ’র নির্বাহী কাউন্সিলে এই প্রস্তাব তোলা হয়। ২০১৫ সালে শরণার্থী সংকটের পর থেকে পুনর্বাসনের চেষ্টা করে আসছে ইইউ। সংস্থাটির অভিবাসন বিষয়ক কমিশনার দিমিত্রি আব্রামোপুলোস জানান, আমাদের বিকল্প পথ খুঁজে বের করতেই হবে। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা পুনর্বাসনের জন্য ৫০০ মিলিয়ন ডলার বাজেট রেখেছেন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।