পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রোহিঙ্গার আবাসনের জন্য ২৫ হাজার মতো শেল্টার তৈরির আশ্বাস দিয়েছেন তুরস্কের উপ-প্রধনমন্ত্রী নোমান কুত্তোলমাস। তিনি বলেন, স্বদেশে নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা কষ্টে দিনাতিপাত করছে। তারা থাকার জায়গা পাচ্ছেনা। মানবিক দিক বিবেচনা করে তুরস্ক সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য ২০ থেকে ২৫ হাজার শেল্টার তৈরী করে দেয়া হবে।
গতকাল বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নোমান কুত্তোলমাস বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা সব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে উদ্যোগ নেবে তুরস্ক। একইসঙ্গে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে তুরস্ক সব সময় থাকবে।
এ সময় সঙ্গে ছিলেন ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন প্রমুখ। আগে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নোমান কুত্তোলমাস সকালে বিমানে করে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান এবং গাড়িতে কুতুপালং রোহিঙ্গা শিবিরে যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।