Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ বছর পর মহিলা সমিতি মঞ্চে শেষ সংলাপ

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ৬ বছর পর বেইলী রোডস্থ মহিলা সমিতিতে মঞ্চস্থ হতে যাচ্ছে সময় নাট্যদলের আলোচিত নাটক শেষ সংলাপ। ‘ভাঙ্গা-গড়া নাট্যোৎসব’-এ আগামী ১৮ মার্চ সন্ধ্যায় নাটকের ৭০তম প্রদর্শনী হতে যাচ্ছে। ২৫ ডিসেম্বর ২০০৯ তারিখ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির প্রথম প্রদর্শনী হয়েছিল। ২৮ ডিসেম্বর ২০০৯ সালে কলকাতার মিনার্ভা থিয়েটার হলে অনীক আয়োজিত ‘গঙ্গা-যমুনা আন্তর্জাতিক নাট্যোৎসব’-এ নাটকটির আন্তর্জাতিক প্রদর্শনী হয়। এরপর দেশে-বিদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির নিয়মিত প্রদর্শনী হয় বিরামহীনভাবে। সময় প্রযোজিত ২৯তম প্রযোজনা ‘শেষ সংলাপ’। মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। নাটকটির পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় কমল খালিদ, পোশাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, রুমা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি, মৌসুমী, সোনিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৬ বছর পর মহিলা সমিতি মঞ্চে শেষ সংলাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ