নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : সিরিজ জয় নিশ্চিত হয়ছে আগেই। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ তাই নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামছে বিরাট কোহলির ভারত। নিজেদের ক্রিকেট ইতিহাসে কখনো টানা দশ ওয়ানডে ম্যাচ জেতা হয়নি। অস্ট্রেলিয়াকে হারিয়ে এই লক্ষ্য পূরণের কথা জানালেন ভারত অধিনায়ক কোহলি।
ওয়ানডে ক্রিকেটে অন্তত টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে সাতটি দেশের। সর্বোচ্চ ছয়বার টানা দশ ম্যাচ জিতে রেকর্ড বইয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। পাঁচবার এমন কীর্তি গড়েছে দক্ষিণ আফ্রিকা। দু’বার করে জিতেছে ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। এই তালিকায় নাম আছে নিউজিল্যান্ডেরও। এই তালিকায় নেই কেবল ৯২৫টি ওয়ানডে ম্যাচ খেলা ভারতের নাম। এবার সেই বন্ধ্যাত্ব ঘোচানোর অপেক্ষায় বিরাট কোহলির দল। ২০১৭ সালের ৬ জুলাই কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে জয়ের পর, শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডেতে জয় পায় ভারত। অর্থাৎ টানা নয়টি ওয়ানডে জিতেছে তারা।
নতুন লক্ষের কথা জানান দেন অধিনায়ক বিরাট কোহলিও, ‘আমাদের প্রধান লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। তা করতে গিয়ে যদি আমারা বড় কোন অর্জনের সামনে পড়ে যাই এবং তা অর্জন করতে পারি, তবে তা বেশ ভালোই হয়। আমাদের সামনে নতুন কিছুর স্বাদ নেয়ার দারুন এক সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতেই আমরা মাঠে নামবো। টানা দশ ম্যাচ জিতে রেকর্ড বইয়ে নাম তুলতে পারলে দারুন হবে।’
যেখানে ভারতের জয়রথ ছুটেই চলেছে সেখানে হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না অস্ট্রেলিয়া। শুধুমাত্র ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম তিন ম্যাচই নয়, ২০১৭ সালের ২৬ জানুয়ারি অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর টানা ৯ ম্যাচ জয়হীন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া!
এই অস্বস্তি দূর করতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, ‘ভারত সফরে প্রথম তিন ম্যাচে আমরা খুবই খারাপ খেলেছি। ম্যাচ জয়ের জন্য যেভাবে খেলা উচিত ছিলো, সেভাবে খেলতে পারিনি। কোন পরিকল্পনাগুলো কাজে দিচ্ছে না। আশা করি চতুর্থ ম্যাচে সবকিছু ঠিক-ঠাকভাবে হবে। সিরিজের শেষভাগে এসে ভালো কিছু করতে পারাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।