Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাসের সাক্ষি হচ্ছে বাংলাদেশ

| প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টোর : পচেফস্ট্রুমের অনুষ্ঠেয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি অনেক প্রথমের সাক্ষি হতে যাচ্ছে। এই টেস্ট থেকেই চালু হতে যাচ্ছে আইসিসির করা নতুন কিছু নিয়ম। এই সিরিজ থেকেই ফুটবলের মতো ক্রিকেটেও থাকছে লাল কার্ড। নিয়মের বত্যায় ঘটেছে দেখলেই অপরাধ লেভেল-৩ এর মধ্যে পড়লে মাঠ থেকে কিছু সময়ের জন্য ঐ ক্রিকেটারকে বের করে দিতে পারবেন আম্পায়ার। মাঠের আচরণ লেভেল-৪ হলে ম্যাচের বাকি সময়ের জন্য বাইরে থাকতে হবে ক্রিকেটারকে। পারবেন না ব্যাটিং করতেও।
ডিআরএসেও আসছে নতুন পদ্ধতি। টেস্ট ক্রিকেটে ৮০ ওভার পার করলেও নতুন করে আর দুটি ডিআরএস পাবে না কোন দল। এছাড়াও ডিআরএসে এতদিন ‘আম্পায়ার্স কলে’ সিদ্ধান্ত বিপক্ষে রিভিউর কোটা একটি কমলেও আইসিসির করা নতুন নিয়মে থাকছে না সেটি। নতুন নিয়ম অনুসারে ‘আম্পায়ার্স কলে’ ডিআরএসের সিদ্ধান্ত বিপক্ষে গেলে কমবে না দলের রিভিউ।
এছাড়াও পরিবর্তন এসেছে ব্যাটসম্যানদের ব্যাটের মাপকাঠিতে। আগে ব্যাটসম্যানরা ৮০ মিলিমিটার পুরুত্ব দিয়ে ব্যাটিং করতেন। বর্তমানে সেটি কমিয়ে আনা হয়েছে ৬৭ মিলিমিটারে। তাছাড়াও ব্যাটের প্রান্তগুলো আগে ছিল ৫৫ মিলিমিটার। বর্তমানে সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে ৪০ মিলিমিটারে।
তবে ব্যাটসম্যানদের জন্য স্বস্তির বিষয়ও রয়েছে একটি। বর্তমানে দাগ পার হলেও যদি স্ট্যাম্প ভাঙার সময় ব্যাটসম্যানের পা কিংবা ব্যাট মাটিতে না থাকে তবে আউট বলে বিবেচিত হন। তবে আইসিসির নতুন নিয়মে পপিং ক্রিজ পার করার পর ব্যাট কিংবা পা মাটি থেকে ওপরে উঠলেও এখন আর আউট বিবেচিত হবেন না ব্যাটসম্যানরা।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর
পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময়)
ম্যাচ তারিখ সময় ভেন্যু
প্রস্তুতি ম্যাচ ২১-২৩ সেপ্টেম্বর দুপুর ২টা বেননি
১ম টেস্ট ২৮ সেপ্টে.-২ অক্টো. দুপুর ২টা পচেফস্ট্রুম
২য় টেস্ট ৬-১০ অক্টোবর দুপুর ২টা বøুমফন্টেইন
প্রস্তুতি ম্যাচ ১২ অক্টোবর দুপুর ২টা বøুমফন্টেইন
১ম ওয়ানডে ১৫ অক্টোবর দুপুর ২টা কিম্বার্লি
২য় ওয়ানডে ১৮ অক্টোবর দুপুর ২টা পার্ল
৩য় ওয়ানডে ২২ অক্টোবর দুপুর ২টা ইস্ট লন্ডন
১ম টি-২০ ২৬ অক্টোবর রাত ১০টা বøুমফন্টেইন
২য় টি-২০ ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা পচেফস্ট্রুম

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ