Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজের দায়িত্বে যারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 আজ পচেফস্ট্রুরুমে শুরু হতে যাওয়া ম্যাচের মধ্য দিয়ে অবসান ঘটবে প্রোটিয়ার মাটিতে বাংলাদেশের খেলার জন্য দীর্ঘ ৯ বছরের অপেক্ষার। দু’দলের মধ্যকার এই সিরিজকে সামনে রেখে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ম্যাচ অফিসিয়াল হিসেবে বেছে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি, অস্ট্রেলিয়ার ব্রæস অক্সেনফোর্ড, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও রঞ্জন মাদুগালে’কে। যার মধ্য থেকে প্রথম টেস্টে ম্যাচ পরিচালনার জন্য অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিস গ্যাফানি ও ব্রæস অক্সেনফোর্ড। তৃতীয় আম্পায়ার হিসেবে নিয়োজিত থাকবেন ধর্মসেনা আর ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন রঞ্জন মাদুগালে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ