Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা হবে বিধ্বংসী : ট্রাম্প

নিশ্চিতভাবে উত্তর কোরিয়াই সবচেয়ে বড় হুমকি : ডানফোর্ড

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উত্তর কোরিয়ার বিরুদ্ধে গৃহীত যেকোনো সামরিক ব্যবস্থা বিধ্বংসী বিপর্যয়কর হবে বলে পিয়ংইয়ংকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচীর মোকাবিলায় শক্তির ব্যবহার ওয়াশিংটনের প্রথম পছন্দ নয় বলে জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দ্বিতীয় বিকল্পের জন্য পুরোপুরি প্রস্তুত আছি আমরা, কিন্তু এটি পছন্দনীয় বিকল্প নয়। কিন্তু আমরা যদি এই বিকল্পটি গ্রহণ করি, তাহলে তা বিধ্বংসী হবে, এটি আপনাদের আমি বলতে পারি, উত্তর কোরিয়ার জন্য বিধ্বংসী হবে। এটাকেই সামরিক বিকল্প বলা হয়। আমাদের যদি এটিই গ্রহণ করতে হয়, আমরা করবো। উত্তেজনা বাড়তে থাকা সত্তে¡ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সামরিক হালচালে হুমকি বৃদ্ধি পাওয়ার মতো কোনো পরিবর্তন লক্ষ্য করেনি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রটি পরিষ্কারভাবে অত্যন্ত উত্তপ্ত হয়ে আছে, এ সত্তে¡ও উত্তর কোরিয়ার বাহিনীগুলোর হালচালে কোনো পরিবর্তন লক্ষ্য করিনি আমরা, আমরা তাদের গতিবিধির ওপর কড়া নজর রাখছি। জরুরি বিষয় হল, এখন নিশ্চিতভাবে উত্তর কোরিয়াই সবচেয়ে বড় হুমকি। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর অবস্থান সম্পর্কে ডানফোর্ডের পুরো বিপরীত কথাই বলেছেন দক্ষিণ কোরীয় এক আইনপ্রণেতা। পূর্ব উপকূল বরাবর উত্তর কোরিয়া তার প্রতিরক্ষা অবস্থান জোরদার করছে বলে দাবি করেছেন তিনি। পরিচয় না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার অল্প কিছু সামরিক বিমান পূর্ব উপকূলের দিকে সরিয়ে নেওয়া হয়েছে, কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবিতে এমন এমনটি দেখা গেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ