Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের দুর্দশা নিজে গিয়ে দেখে আসুন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৭ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে এবং তাদের দুর্দশা নিজ চোখে দেখতে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ কর্মকর্তারা। এসময় মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান সহিংসতা অবিলম্বে বন্ধ করতে আহ্বান জানান জাতিসংঘের সাত বিশেষজ্ঞ-কর্মকর্তা। এক বিবৃতিতে বিশেষজ্ঞ-কর্মকর্তারা বলেন, রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে বিচারবহির্ভূত হত্যাকান্ড, মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, নির্যাতন, যৌন সহিংসতা, লোকজনকে জোর করে বিতাড়িত করা, সেই সঙ্গে রোহিঙ্গাদের দুই শতাধিক গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা আছে। বিশেষজ্ঞরা বলেন, আমরা সু চিকে আহ্বান জানাচ্ছি, তিনি যেন রাখাইনে গিয়ে একান্তে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে সেই সব রোহিঙ্গার সঙ্গে কথা বলার আহ্বান জানাচ্ছি, যারা পালিয়ে আশ্রয় নিয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারী বিশেষজ্ঞরা হলেন মিয়ানমারে জাতিসংঘ মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি, বিচারবহির্ভূত বা নির্বিচার হত্যাকান্ড সংক্রান্ত বিশেষ দূত এগনেস ক্যালামার্ড, সংখ্যালঘুবিষয়ক বিশেষ দূত ফার্নান্ড ডে ভেরেনেস, গৃহায়ণ ও জীবনযাত্রা বিষয়ক দূত লেইলানি ফারহা, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মানবাধিকারবিষয়ক দূত সিসিলিয়া জিমেনেজ, সমসাময়িক বর্ণবাদ বিশেষজ্ঞ মুতুমা রুতেরে ও ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত আহমেদ শাহিদ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ