Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত আফগান-ভূমি ব্যবহার করে পাকিস্তানকে অস্থিতি করতে চায়

পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়ার অভিযোগ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, ভারত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখে এবং পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য আফগান-ভূমি ব্যবহার করছে। গত মঙ্গলবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর দিকে ইঙ্গিত করে নাফিস জাকারিয়া বলেন, প্রতিবেশী দেশের শত্রুতাপরায়ণ সংস্থাটি টিটিপি জঙ্গিদের ব্যবহার করছে যাতে তারা পাকিস্তানের শত্রদের সাথে যোগাযোগ স্থাপন করে দেশের শান্তি নষ্ট করতে পারে। তিনি বলেন, ভারতের নৌবাহিনী কর্মকর্তা যাদবের স্বীকারোক্তি এর একটি দৃঢ় প্রমাণ যে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকান্ডে ভারত জড়িত। জাকারিয়া আরো বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদ দমন করার জন্য তাদের সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে তা নস্যাৎ করার ভারতীয় কর্মকান্ডগুলো এখন প্রকাশ্য হয়ে গেছে। এমনকি একজন সিনিয়র ভারতীয় বিশ্লেষক নেতৃস্থানীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসে লিখেছেন যে তার দেশ টিটিপিকে পাকিস্তানের বিরুদ্ধে একটি কার্ড হিসাবে ব্যবহার করছে। সেন্টার ফর পলিসি রিসার্চের জাতীয় নিরাপত্তা অধ্যয়নের অধ্যাপক ভরত করনাড লিখেছেন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সাথে সম্পর্ক ছিন্ন করার অর্থ ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে একটি সক্রিয় কার্ড সমর্পণ করা এবং টিটিপির মাধ্যমে ভারত যে আফগান তালেবান গোষ্ঠীগুলোতেও কিছুটা অনুপ্রবেশ করতে পারে সেটিও এতে ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া তিনি বলেন, আফগানিস্তানের আব্দুল্লাহ-গণি সরকার ভারতের উপস্থিতি কামনা করে আর আব্দুর রশিদ দোস্তাম ও তার তাজিক প্রভাবিত নর্দার্ন এলায়েন্স-এর সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাতে ভারতের কোনো সহযোগিতা ছাড়া আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু করা যাবে না। বিশ্লেষক বিশ্বাস করেন, ম্যাট্টিস ভারতকে অনুরোধ করতে পারেন যে দিল্লি টিটিপিকে যেন মোটামুটি সহায়তা করে কারণ এটি হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈয়বা এবং জৈশ-ই-মুহাম্মদের মোকাবেলায় ভারতীয় টুলস হিসাবে কার্যকরী। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের শূন্য হাতে বাড়ি ফিরে আসতে হবে কারণ সেখানে চীনের উপস্থিতি রয়েছে। ডন, এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ