Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকো সীমান্তে নমুনা দেয়াল নির্মাণ শুরু

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রæতি রক্ষা করতে মেক্সিকো সীমান্তে ৮টি নমুনা দেয়ালের নির্মাণকাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র সরকার। বিবিসি জানিয়েছে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশান এজেন্সি নমুনা দেয়ালগুলোর নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়েছে। নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে বড় ও সুন্দর দেয়াল তোলার প্রতিশ্রæতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত দেয়াল নির্মাণের আগে এই নমুনা দেয়ালগুলো নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস অ্যান্ড বর্ডার কর্তৃপক্ষ। এর মধ্যে চারটি নমুনা দেয়াল হবে কংক্রিটের, বাকিগুলোতে ব্যবহার করা হবে বিকল্প উপাদান। নমুনা দেয়ালের কয়েকটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে নির্মাণের পরিকল্পনা আছে। ৩০ ফুট পর্যন্ত উঁচু ও ৩০ ফুট দীর্ঘ এ নমুনা দেয়ালগুলোর নির্মাণ ৩০ দিনের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। গত মঙ্গলবার সান দিয়েগো-তিজুয়ানা মেট্রোপলিটন এলাকার তিনটি প্রবেশপথের একটি ওতেই মেসা এলাকায় শেকল দিয়ে বন্ধ করা একটি জায়গার শ্রমিকদের মাটি খুঁড়তে দেখা গেছে। এসময় কেন্দ্রীয় ও স্থানীয় বাহিনীগুলোর বহু সদস্য উপস্থিত ছিলেন। নির্মাণ পরবর্তী তিন মাস কর্মকর্তারা দেয়ালগুলোর কার্যকারিতা পরীক্ষা করে দেখবেন; ছোট যন্ত্রপাতি দিয়ে সেগুলো ফুটো করা যায় কি না তাও খতিয়ে দেখা হবে। চূড়ান্ত দেয়াল নির্মাণের সময় এর সঙ্গে ক্যামেরা এবং সেন্সরও সংযুক্ত হবে। প্রতিটি নমুনা দেয়াল নির্মাণে চার লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে; ফেডারেল সরকারের কোষগার থেকে এরইমধ্যে ওই পরিমাণ অর্থ মঞ্জুর করা হয়েছে। তবে চূড়ান্ত দেয়াল নির্মাণে ট্রাম্প কেন্দ্রীয় সরকারের কাছে প্রাথমিকভাবে যে দেড় বিলিয়ন ডলার চেয়েছেন সে বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্র সরকার এই দেয়াল নির্মাণের পেছনে ব্যয় করা শুরু করলেও নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বারবার বলেছিলেন, দেয়াল নির্মাণ খরচ মেক্সিকোর কাছ থেকে আদায় করা হবে। সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে, নমুনাগুলো ভবিষ্যতের দেয়াল কীরকম হবে তার ইঙ্গিত দেবে; যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল কর্তৃপক্ষের চাহিদার সঙ্গে সমন্বয় রেখে সেগুলো বদলানো হতে পারে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্সির ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার রোনাল্ড ভিটিয়েলো জানান, দেয়াল ও বিভিন্ন কাঠামো নির্মাণ এবং প্রযুক্তি ও লোকবল ব্যবহার করে মার্কিন জনগণকে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার নানামাত্রিক কৌশল নিয়ে তারা কাজ করছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ