Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিমানবন্দর হস্তান্তরে আঞ্চলিক কুর্দি সরকারকে ইরাকের আলটিমেটাম

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কুর্দিস্তানের আঞ্চলিক সরকারকে বিমানবন্দর হস্তান্তরের জন্য সময় বেঁধে দিয়েছে ইরাক সরকার। সে দেশের প্রধানমন্ত্রী হুমকি দিয়েছেন, বিমানবন্দরের নিয়ন্ত্রণ না ছাড়লে কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি) এর ওপর আন্তর্জাতিক বিমান অবরোধ আরোপ করবে। বিমানবন্দর হস্তান্তরের জন্য আঞ্চলিক সরকারকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। এদিকে গত সোমবার অনুষ্ঠিত গণভোট নিয়ে মন্তব্য করতে গিয়ে কুর্দিশ নেতা মাসুদ বারজানি জানিয়েছেন, জনগণ কুর্দিস্তানের স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজনের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে সর্বশেষ অবরোধ আরোপের হুমকি দিয়েছে ইরাক। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আবাদি বলেছেন শুক্রবার দুপুর তিনটা নাগাদ কুর্দি সরকারকে স্থানীয় বিমানবন্দরগুলোর নিয়ন্ত্রণ হস্তান্তর করতে হবে। নাহলে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর অবরোধ আরোপ করা হবে। তবে অভ্যন্তরীণ ফ্লাইটের ওপর কোনও নিষেধাজ্ঞা থাকছে না। শুক্রবার নাগাদ কুর্দিস্তান সরকার যদি কেন্দ্রীয় সরকারের কাছে সীমান্ত চৌকিগুলোর নিয়ন্ত্রণ হস্তান্তর না করে ইরাকি কুর্দিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিতে প্রতিবেশী দেশগুলোর প্রতিও আহŸান জানিয়েছে বাগদাদ। যদি অবরোধ আরোপ হয় তবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কুর্দিস্তানে আসা এবং বিভিন্ন দেশ থেকে কুর্দিস্তানে যাওয়া বিমানগুলোকে বাগদাদ ও অন্য ইরাকি বিমানবন্দর ব্যবহার করতে হবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ