Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামাকেয়ার বাতিলে ফের ব্যর্থ হলেন রিপাবলিকানরা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের স্বাস্থ্যসেবা বিল বাতিল করে নতুন একটি বিল পাসের চেষ্টায় ফের ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্র সিনেটের রিপাবলিকান সদস্যরা। প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে না পারায় গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্যসেবা বিলটি ভোটে দেওয়া হয়নি বলে রিপাবলিকান সিনেটরদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। চার রিপাবলিকান সিনেটর নতুন এই বিলটি তুলেছিলেন। বিলটি নিয়ে তারা ফের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। কিন্তু বিশেষ আইনের অধীনে কেবল রিপাবলিকানদের সমর্থন নিয়ে বিলটি পাসে তাদের হাতে রোববার পর্যন্ত সময় আছে। ১০০ সদস্যের সিনেটে রিপাবলিকান পার্টির সদস্য সংখ্যা ৫২। বিশেষ আইনের অধীনে চলতি অর্থবছরের মধ্যে সিনেটে বিল পাসের ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলেই চলবে। রোববারের পর একই বিল পাস করতে ন্যূনতম ৬০ জন সিনেটরের সমর্থন লাগবে। ওবামাকেয়ার বাতিলে তখন রিপাবলিকান সিনেটরদের পাশাপাশি কয়েকজন ডেমোক্রেট সিনেটরকেও পাশে পেতে হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা। আগের বারের মতো এবারও দক্ষিণ ও মধ্যপন্থি রিপাবলিকানরা নতুন স্বাস্থ্যসেবার বিলে আপত্তি জানায়। মধ্যপন্থি হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স নতুন বিলের ব্যাপারে আপত্তি জানিয়ে বলেছেন, এটি দরিদ্রদের চিকিৎসাসেবাকে অবমূল্যায়নের পাশাপাশি ভোক্তা সুরক্ষা ব্যবস্থাপনাকেও দুর্বল করবে। রক্ষণশীল রিপাবলিকান সিনেটর রেন্ড পলও নতুন বিলের বিরোধিতা করেছেন। সত্যিকার অর্থে আমরা সময় সংকটে ভুগছি, বলেন সিনেটর রন জনসন। তার সঙ্গে সিনেটর বিল কাসিডি, লিন্ডসে গ্রাহাম ও ডিন হেলার নতুন এই বিলটি আনেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ