মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিশোরী মেয়েকে বিয়ে দেবেন বলে এক ব্যক্তির কাছে কথা দিয়েছেন বাবা। কিন্তু বেঁকে বসলেন মা। কারণ, মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি। মেয়েও নারাজ। এ অবস্থায় ওই কিশোরী মেয়েকে অপহরণ করে নিয়ে যান তার হবু বর। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে মারধর করা হয় মাকেও। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে। পুরো ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়।একটি ট্রাক্টরে করে ওই কিশোরীর বাড়িতে যান শওকত ও তাঁর বন্ধু ইলিয়াস। শওকতের কাছেই বিয়ের প্রস্তাব দেন কিশোরীর বাবা আমাদ খান। বাড়িতে গেলে ওই কিশোরীর মা এগিয়ে এসে দুজনকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে (মা) মারধর করা হয়। এর পর ওই কিশোরীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যায় দুই ব্যক্তি। সে সময় আবার বাধা দিতে গেলে মাকে পেটানো হয়। শেষে অসহায় মায়ের চোখের সামনে মেয়েকে ট্রাক্টরে তুলে নিয়ে যাওয়া হয়। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।