পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বাংলামোটরে বাসচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার নাম লতিফুর রহমান (৪৫)। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে। গতরাত পৌনে দশটার দিকে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, শাহবাগ থেকে কাওরান বাজারের দিকে গাবতলী লিংক পরিবহনের (৮ নম্বর) একটি বাস বাংলামোটর মোড়ে সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় রিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রিকশাচালক মারা যান। রিকশা থেকে দুই যাত্রী পড়ে আহত হন। সিগন্যাল ছাড়ার পর রিকশাটি ইউটার্ন নিচ্ছিল। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয়। বেশকিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি শাহবাগ থানায় নিয়ে গেছে। রিকশাচালক লতিফুর দিনাজপুর মির্জাপুর গ্রামের আবদুর রহমান সেন্টু মিয়ার ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।