পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিয়ানমার সরকারের নির্যতানের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শর্তহীনভাবে ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব প্রদান করতে চাপ সৃষ্টির জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সাতদফা দাবী জানিয়ে বলা হয়, রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ সকল মহলকে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। অন্যথায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে। গতকাল মঙ্গলবার সমিতি ভবনে শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে লিখিত বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মো. ওয়াজি উল্লাহ, ট্রেজারার রফিকুল ইসলাম হিরু, সহসম্পাদক শামীমা সুলতানা দিপ্তী, মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বিচারপতি আবদুস সালাম মামুন প্রমুখ। সমিতির পক্ষ থেকে কক্সবাজারের উখিয়ার থাইংখালীর বাঘ ঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ত্রান বিতরণ পরবর্তী এ সংবাদ সম্মেলন করা হয়। গত ২২ সেপ্টেম্বর সমিতির পক্ষ থেকে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি টিম একহাজার বস্তা ত্রান বিতরণ করেন।
জয়নুল আবেদীন বলেন, অসহায় রোহিঙ্গাদের জন্য আরো ত্রান পাঠানো হবে। এজন্য সিনিয়র সদস্যদের নিয়ে কমিটি করা হবে। তিনি সমিতির পক্ষ থেকে সাতদফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলঃ রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ সকল মহলকে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। রোহিঙ্গাদের শর্তহীনভাবে ফিরিয়ে নিয়ে সসম্মানে নাগরিকত্ব প্রদান করতে হবে। ১৯৮২ সালের মিয়ানমার সরকারের নাগরিকত্ব আইন সংশোধন করে রাখাইন অধিবাসীদের নাগরিকত্ব প্রদান করতে হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনানের রিপোর্ট এবং এ সংক্রান্ত অতীতের করা সকল চুক্তি বাস্তবায়ন করতে হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের সুরক্ষায় নিরাপত্তা বলয় করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে হস্তক্ষেপ করতে হবে। রোহিঙ্গা সংকট উত্তরণে দেশে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে এবং ভারত, চীন, রাশিয়া, জাপানসহ বিশ্বের সকল দেশ যেন এ সংকটে সমাধানে সম্পৃক্ত হয়, সে জন্য কুটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।