পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে এক হাজার ২০০ স্যানিটারি ল্যাট্রিন ও এক হাজার ২০০ নলকূপ স্থাপন করছে সরকার। কক্সবাজার জেলায় সম্প্রতি মিয়ানমার থেকে আগত আশ্রয়প্রার্থীদের জন্য স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর জরুরি ভিত্তিতে নিরাপদ খাবার পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধা প্রদানের লক্ষ্যে এক হাজার ২০০ স্যানিটারি ল্যাট্রিন ও এক হাজার ২০০ নলক‚প স্থাপন করেছে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
শরণার্থী ক্যাম্পগুলোতে মোট এক হাজার ২০০ স্যানিটারি ল্যাট্রিন স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৫ থেকে এ পর্যন্ত এক হাজার ৪৭টি স্যানিটারি ল্যাট্রিন স্থাপন সম্পন্ন হয়েছে। ক্যাম্পগুলোতে অধিদফতরের মাধ্যমে এক হাজার ২০০ নলক‚প স্থাপন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল পর্যন্ত ৬৯৮টি নলক‚প স্থাপন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট নলক‚প স্থাপনের কাজ আগামী তিন দিনের মধ্যে সম্পন্ন হবে। এ ছাড়া ১৪টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং তিন হাজার লিটার ধারণ ক্ষমতার ছয়টি ভ্রাম্যমাণ ওয়াটার ক্যারিয়ারের মাধ্যমে ক্যাম্পগুলোতে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। পানি বিতরণ ব্যবস্থা সুবিধাজনক করার লক্ষ্যে রাস্তার পাশে এক হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন আটটি ওয়াটার রিজার্ভার স্থাপন করা হয়েছে। রিজার্ভারসমূহে সার্বক্ষণিক পানি সরবরাহ করা হচ্ছে। ওই রিজার্ভার থেকে শরণার্থীরা টেপের মাধ্যমে খাবার পানি সংগ্রহ করছে। উদ্ভ‚ত পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে কক্সবাজারে ইতোমধ্যে ছয় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট (ডচঞ) মজুদ করা হয়েছে এবং কেন্দ্রীয় ভান্ডারে আরো ১৪ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ রোধে ইতোমধ্যে শরণার্থী ক্যাম্পসমূহে এক হাজার ৩৫০ কেজি বিøচিং পাউডার ব্যবহার করা হয়েছে এবং আরো ৬৫০ কেজি মজুদ রয়েছে। উদ্ভ‚ত পরিস্থিতি মোকাবেলায় কক্সবাজার জেলায় দেশের বিভিন্ন স্থান থেকে অধিদফতরের অতিরিক্ত জনবল নিয়োজিত করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী তিন জন, সহকারী প্রকৌশলী সাত জন, উপ-সহকারী প্রকৌশলী ২১ জন, নলক‚প মেকানিক ২২ জন, ভিএস ম্যাশন, লেবার ও ড্রাইভার ৩৮ জনসহ মোট ৯১ জন কর্মকর্তা ও কর্মচারী সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে। স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সরেজমিন মাঠপর্যায়ে চলমান কার্যক্রম তদারকি করছেন ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।