পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের অবরুদ্ধ করার দায়ে ৪ জনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল (মঙ্গলবার) র্যাব-৭ চট্টগ্রামের মেজর মোঃ রুহুল আমীনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম সিদ্দিক এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জিম্মী করে রাখা ৭৫ রোহিঙ্গাকে উদ্ধার করে বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, টেকনাফ থানাধীন মগপাড়া এলাকায় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে অর্থ আদায় করতে তাদের অবরুদ্ধ করে রেখে নির্যাতন করছিল। এ খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। দন্ডিতরা হলো আবুল ফয়েজ (২৮), আব্দুল গফুর (৩০), মোক্তার আহমেদ (৫০) ও আব্দুল করিম (২২)। তারা সকলে ওই এলাকার স্থায়ী বাসিন্দা। পরে সেখান থেকে দুইটি ঘরে জিম্মী করে রাখা ৭৫ জন রোহিঙ্গা শরণার্থীদেরকে উদ্ধার করা হয়। দন্ডিতদের কারাগারে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।