Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শঙ্কা কাটিয়ে অনুশীলনে তামিম-সৌম্য

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে অনুশীলনে ফিরলেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্ততি ম্যাচের প্রথম দিন মাংশপেশীতে চোট পান তামিম। ম্যাচের তৃতীয় ও শেষদিন ফিল্ডিং করতে গিয়ে ঘাড়ের ইনজুরিতে পড়েন সৌম্য। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কেউই মাঠে নামতে পারেননি। তামিম-সৌম্যর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের আগে অনুশীলনে ফিরলেন তামিম ও সৌম্য। অবশ্য তামিম-সৌম্যকে নিয়ে আশার বাণী আগেই শুনিয়েছিলেন বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন। তিনি বলেছিলেন, ‘তামিমের মাংশপেশীতে এবং সৌম্যর ঘাড়ে ইনজুরি রয়েছে। তবে প্রথম টেস্টের আগে এরা দু’জনই সুস্থ হয়ে উঠবেন এবং তারা খেলবেন।’

অবশেষে সব শংকা কাটিয়ে বাংলাদেশ দলের অনুশীলনে দেখা গেছে তামিম-সৌম্যকে। তামিম নেটে অনুশীলন না করলেও সৌম্য ব্যাটিং করেছেন। তবে বেশ সতর্কতার সাথেই অনুশীলন করেন। আগামীকাল তামিম-সৌম্যর ফিটনেস নেয়া হবে। এরপরই নিশ্চিত হওয়া যাবে, সিরিজের প্রথম টেস্টে তাদের অংশগ্রহণ নিয়ে।
পচেফস্ট্রুমে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট।
এদিকে, দক্ষিণ অফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানাতে জাগো এফএম সমর্থকদের জন্যে নিয়ে এসেছে ‘জাগো উইশ বল’। সমর্থকরা এ উইশ বলে টাইগারদের শুভকামনা জানিয়ে স্বাক্ষরসহ লিখতে পারবেন নানা শুভেচ্ছা বার্তা। গেলপরশু রাজধানীর বাড্ডায় জাগো এফএম এর প্রধান কার্যালয় থেকে জাগো উইশ বল এর যাত্রা শুরু হয়। এর উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এসময় উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার আব্দুস শাকুর। আশরাফুল বলেন, ‘জাগো এফএম এর এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ উদ্যোগ ক্রিকেটারদের আরও ভাল খেলার উৎসাহ যোগাবে।’
জাগো এফএম এর স্টেশন ম্যানেজার উদয় চৌধুরী জানান, ‘জাগো উইশ বলটি প্রথমদিন বাড্ডা, বনানী ও বসুন্ধরা এবং দ্বিতীয় দিন মিরপুর এলাকা প্রদক্ষিণ করবে। এরপর পর্যায়ক্রমে আগারগাও, শ্যামলী, ধানমন্ডি, কারওয়ান বাজার, মগবাজার ও হাতিরঝিল এলাকা প্রদিক্ষণ করবে। আগামী বৃহস্পতিবার ভক্তদের শুভেচ্ছা গ্রহণ শেষে ‘জাগো উইশ বল’ পাঠানো হবে টিম টাইগারদের কাছে।’ তিনি আরও বলেন, ‘জাগো উইশ বলের সাথে সেলফি তুলে সমর্থকরা পেতে পারেন জাগো এফএম এর হট সিটে বসার ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। এজন্য তাদেরকে সেলফির সাথে #রিংযনধষষ #লধমড়ভস লিখে জাগো এফএম উইশ বল ইভেন্ট পেজে পোস্ট করতে হবে। এতে সর্বোচ্চ লাইক ও শেয়ার পেয়ে জিতে নিতে পারবেন এ সুযোগ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ