নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ব্রিস্টলে মারামারির ঘটনায় পরশু সকালে গ্রেফতার হন ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার বেন স্টোকস। অবশ্য গ্রেফতারের পর কোন অভিযোগ ছাড়া মুক্তিও মিলেছে তার। মুক্তির আগে এক রাত জেলে কাটিয়েছেন স্টোকস। তার সাথে ছিলেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলসও। এ কারণে স্টোকস ও হেলসকে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডের স্কোয়াড থেকে বাদ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর ব্রিষ্টলে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। তবে ঘটনার বিস্তারিত এখনো জানতে পারেনি ইসিবি। তদন্তের পর সবকিছু প্রকাশ করবে বলে জানায় তারা। তারা আরও জানায়, ‘ব্রিস্টলে অনাকাঙ্খিত ঘটনায় সোমবার সকালে গ্রেফতার হন স্টোকস। এরপর ঐ রাতে সে জেলে ছিলো এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাকে কোন অভিযোগ ছাড়াই ছেড়ে দেয়া হয়। তবে এখনো লন্ডনে দলের সাথে যোগ দেননি স্টোকস। স্টোকস ও হেলস এখনো ব্রিষ্টলে রয়েছেন। পুলিশকে ঘটনার তদন্তে সহায়তা করবেন তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে খেলবেন না স্টোকস ও হেলস।’
আগামীকাল ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে। প্রথম ও তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।