মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মানবিক সহায়তা না বাড়ালে রোহিঙ্গাদের ভয়াবহ মানবিক দুর্যোগ থেকে বিপর্যয় সৃষ্টির আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ। রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পর সংস্থাটির শরণার্থী বিষয়ক হাইকমিশনের পক্ষ থেকে গত সোমবার এই আশঙ্কা জানানো হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের প্রধান ফিলিপ গ্রান্ডি মানবিক সহায়তার গতি বাড়ানো অপরিহার্য বলে মন্তব্য করেন। নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে বিদ্রোহীদের হামলার পর ক্লিয়ারেন্স অপারেশন জোরদার করে মিয়ানমারের সেনাবাহিনী। তখন থেকেই মিলতে থাকে বেসামরিক নিধনযজ্ঞের আলামত। পাহাড় বেয়ে ভেসে আসতে শুরু করে বিস্ফোরণ আর গুলির শব্দ। পুড়িয়ে দেওয়া গ্রামগুলো থেকে আগুনের ধোঁয়া এসে মিশতে শুরু করে মৌসুমী বাতাসে। মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে শূন্যে ছুড়ে দেয় সেনারা। কখনও কখনও কেটে ফেলা হয় তাদের গলা। জীবন্ত পুড়িয়ে মারা হয় মানুষকে। অবস্থাটা এখন ভয়াবহ, এক্ষুণি যদি মানবিক সহায়তার গতি না বাড়ানো যায়, সেক্ষেত্রে আমরা একটা বিপর্যয়ের ঝুঁকির মধ্যে পড়ব। রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের অভিজ্ঞতা থেকে বলেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের প্রধান ফিলিপ গ্রান্ডি। রোহিঙ্গাদের ঝুঁকিপূর্ণ অবস্থাকে স্থিতিশীলতার পথে নিতে ত্রাণ কার্যক্রমের গতি বাড়ানো অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। ফিলিপ গ্রান্ডি বলেন, রাখাইনের নিপীড়ন থেকে পালিয়ে আসা পৃথিবীর সবথেকে বিপন্ন জনগোষ্ঠীর ওই মানুষেরা ট্রমায় আক্রান্ত হয়ে রয়েছে। বহু রকমরে জটিলতায় আক্রান্ত তাদের নিত্য জীবন। তিনি বলেন, নিজেদের গ্রামকে চোখের সামনে পুড়ে যেতে দেখেছে তারা। পরিবারের সদস্যদের মরতে দেখেছে চোখের সামনে। অনেকেই রাখাইনে ফিরতে চান, তবে এজন্য তারা সহিংসতার অবসান কামনা করেন। এপি, বিবিসি,রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।