Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিলিপিন্সের প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানী ম্যানিলায় ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের বাসভবনের কাছে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে। মঙ্গলবারের ওই ঘটনার সময় প্রেসিডেন্ট বাসভবনে ছিলেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক কর্মকর্তা। প্রেসিডেন্টের সিকিউরিটি গ্রæপের মুখপাত্র মাইক অ্যাকুইনো সাংবাদিকদের কাছে পাঠানো এক টেক্সট বার্তায় জানিয়েছেন, দুতার্তের বাহাই নগ পাগবাবাগো বাসভবনের কাছে প্রেসিডেন্টের গার্ড ইউনিটের ঘাঁটি মালাকানাং পার্কে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, বিস্তারিত আর কিছু জানাননি তিনি। ডিজেডএমএম রেডিওর প্রতিবেদনে ওই ঘটনায় এক ব্যক্তির আহত হওয়ার কথা জানানো হয়েছে। ঘটনার সময় দুতার্তে কোথায় ছিলেন তা নিয়ে প্রেসিডেন্সিয়াল প্যালাস থেকেই পরস্পর বিরোধী বার্তা দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তিনি নিজ শহর দাভাওতে ছিলেন এবং সোমবার তাকে জনসম্মুখে দেখা যায়নি। ম্যানিলায় ফিরে তার কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ