মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার নতুন করে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন, তাতে আটটি দেশের নামের তালিকায় উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও শাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রাম্পের জারিকৃত নতুন ঘোষণায় সুদানের নাগরিকদের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার ঘাটতির কথা উল্লেখ করে এসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদিকে, মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (যুক্তরাষ্ট্র) নতুন করে নেয়া ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। নতুন তালিকা ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রে নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রথম অগ্রাধিকার। ফলে যাদের আমরা পুরোপুরি নিরাপদ বিবেচনা করতে পারি না তাদের আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর দপ্তর হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, মার্কিন সরকারকে সহযোগিতা না করায় উত্তর কোরিয়ার সব নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ভ্রমণে থাকা উত্তর কোরীয় নাগরিকের সংখ্যা খুব কম। এএফপি, বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।