মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুর্ঘটনায় নিহত ৮
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানান। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নিক মোহাম্মাদ নাজারি সিনহুয়াকে বলেন, সোমবার রাতে প্রাদেশিক রাজধানী ফয়জাবাদের গুরকাশান এলাকায় একটি বাস রাস্তা থেকে ছিটকে খাতে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। সিনহুয়া।
শক্তিশালী ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। মার্কিন ভূ-তাত্তি¡ক জরিপ সংস্থা একথা জানায়। খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৩.৭১৩৫ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৬.৯৩৬৬ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ৯৮.০৭ কিলোমিটার গভীরে। সিনহুয়া।
অগ্নিকান্ডে নিহত ১০
ইনকিলাব ডেস্ক : পাপুয়া নিউ গিনির মানুস প্রদেশের একটি সুপারমার্কেটে অগ্নিকান্ডের কারণে দশজন চীনা নাগরিক মারা গেছে। সরকারি কর্মকর্তারা জানায় সেসময় তারা ঘুমিয়ে ছিলেন। প্রাদেশিক পুলিশ প্রধান জানায়, লরেনগাও শহরের ওই মার্কেটের আগুন মুহূর্তের মধ্যে পাশের ভবনে ছড়িয়ে পড়লে ভবনের ভিতরে আটকাপড়া ছয় নারীসহ ওই দশজন আগুনে পুড়ে মারা যায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ ঘটনায় আরো দশজন নিখোঁজ রয়েছে। এএফপি।
তাজা গুলির মহড়া
ইনকিলাব ডেস্ক : আফ্রিকার শৃঙ্গ হিসেবে পরিচিত জিবুতিতে মোতায়েন চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ নৌবাহিনী প্রথম তাজা গুলির সামরিক মহড়া চালিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদন থেকে এই মহড়ার খবর জানা গেছে। তারা জানিয়েছে, মহড়ার বিষয়টি গোপন রাখতে চায়নি বলেই মরু পরিবেশে চীনা সেনারা নীল উর্দি পরেছেন। সংবাদ মাধ্যম জানিয়েছে, গত মাসের ১ তারিখে এ ঘাঁটি উদ্বোধন করে পিএলএ নৌবাহিনী। এটাই সরাসরি বেইজিং কমান্ডে পরিচালিত বিদেশে মাটিতে চীনের প্রথম ঘাঁটি। সাউথ চায়না মর্নিং পোস্ট।
২০ হাজার মানুষ
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ বাধলে প্রতিদিন দক্ষিণ কোরিয়ার ২০ হাজার মানুষ নিহত হবে বলে আশঙ্কা জানিয়েছেন মার্কিন বিমান বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল রব গিভেন্স । লস অ্যাঞ্জেলস টাইমসে দেয়া সাক্ষাৎকারে এই শঙ্কার কথা জানান তিনি। তবে উত্তর কোরিয়ার দুই কোটি ৮০ লাখ অধিবাসীর ক্ষেত্রে এই পরিসংখ্যান কী হবে, তা জানাননি, তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন মার্কিন কৌশলগত বোমারু বিমান বি-১বি ল্যান্সারকে উত্তর কোরিয়ার সীমান্ত দিয়ে টহল দেয়ার অনুমতি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই শঙ্কার কথা জানান সাবেক জেনারেল গিভেন্স। এদিকে, গত শনিবার রাতে মার্কিন বোমারু বিমান বহর কোরিয়া উপদ্বীপের আকাশে টহল দিয়েছে। এ শতাব্দীর শুরু থেকে ওই এলাকার আকাশে যে টহল দেয় শনিবার তার চেয়ে অনেক উত্তর ঢুকে পড়েছিল মার্কিন বিমান বহর। লস অ্যাঞ্জেলস টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।