Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে এসিল্যান্ডের অপসারণের দাবি

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. সাঈদুজ্জামান খানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কালকিনি-ভূরঘাটা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার রাতে উক্ত কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা জানায়, উপজেলার হাটবাজারে চান্দিনা ভিটি বরাদ্দ দেয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায়, ভূমির মিউটিশনের নামে অতিরিক্ত অর্থ আদায়সহ উৎকোষ নিয়ে পক্ষপাতিত্ব করে উচ্ছেদ অভিযান চালিয়ে আসছিল সহকারী কমিশনার (ভূমি) মো. সাঈদুজ্জামান খান। বিষয়গুলো চরম পর্যায়ে পৌঁছালে জনরোষের সৃষ্টি হয় এবং তার অপসারণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। অপরদিকে সাহে আলম ও বাচ্চু নামের ২ বিক্ষোভকারীর বিরুদ্ধে থানায় হামলা মামলা দায়ের করেছে সহকারী কমিশনার (ভূমী) মো. সাঈদুজ্জামান খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালকিনিতে এসিল্যান্ডের অপসারণের দাবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ