Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রাণ সহায়তা, চিকিৎসা সেবা, নলকূপ ও শৌচাগার স্থাপন কার্যক্রম অব্যাহত

রোহিঙ্গাদের পাশে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ত্রাণ কার্যক্রম তদারকির জন্য আজ মহাসচিব মির্জা ফখরুল কক্সবাজার যাচ্ছেন
মিয়ানমারের সেনাবাহিনীর বর্বর গণহত্যা ও নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষনের হাত বাঁচতে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদেও পাশে দাড়িয়েছে বিএনপি। গত ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে আসার পর থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারন মানুষ তাদের পাশে দাড়ায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণকে রোহিঙ্গাদের পাশে দাড়ানোর আহবান জানানোর পর কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি রোহিঙ্গাদের মাঝে ব্যাপক ত্রাণ সহায়তা শুরু করে। প্রথমে বিএনপিকে কেন্দ্রীয়ভাবে ত্রাণ দিতে বাধা দেয় পুলিশ। পরে সকল বাধা উপক্ষো করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। এরই মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, ডা. এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, ডা. শাহাদত হোসেন, মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরি, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ই্উসুফ, শামসুদ্দিন দিদার, উখিয়া উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরিসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা ত্রাণ তৎপরতাসহ অব্যাহত রেখেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার তিন দিনের জন্য কক্সবাজারে আসছেন রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেয়ার জন্য। এছাড়াও আশ্রয় কেন্দ্র নির্মান, চিকিৎসা সেবা, খাবার পানির জন্য নলকূপ স্থাপন, শৌচাগার নির্মান করে দেয়া, নামাজের জন্য মসজিদ নির্মান করে দেয়াসহ বিভিন্ন সেবাামূলক কর্মসুচি পালন করছে বিএনপি। গতকাল বিএনপির পক্ষ থেকে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের নেতৃত্বে ও আলম গ্রুপের সৌজন্যে কক্সবাজারের কুতুপালং, বালুখালি, পালংখালি, থ্যাইংখালি, হাকিমপাড়া, ঘুমধুম এবং পাহাড়ছাড়া, তাজনিমার খোলা, গুনারপাড়া এলাকায় ৩০টি নলকুপ স্থাপন, ১০টি শৌচাগার নির্মান কাজ এবং একটি নতুন মসজিদ নির্মাণ কাজ উদ্ভোধন করা হয়। এ সময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ভিপি হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, সিঙ্গাপুর বিএনপির সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, ভৈরব বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, ব্রিটিশ কলম্বিয়া কানাডা বিএনপির সাধারন সম্পাদক মো. ইমন, বিএনপি নেতা নুরুজ্জামান, বাবু, কাওছার, মো. সাইয়ুম, মো. কাউয়ুম, বাদাল, সজল, সফিক, সুমন, মাহবুব, আ. আউয়াল ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজসহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ড্যাবের পক্ষ থেকে গতকালও ১৩ দিনের মতো ব্যাপক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা অব্যাহত রয়েছে। ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে কয়েক হাজার রোহিঙ্গাকে গতকাল চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সপ্তাহব্যাপি স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন গতকাল বলেন, বিএনপির পক্ষ থেকে ত্রাণ সহায়তা, চিকিৎসা সেবাসহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ