Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান দুই দলেই বিদ্রোহের জ্বালা চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থীরা

গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নে ভোটারদের দ্বারে প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। সব মিলিয়ে ইউপি নির্বাচন বেশ জমে উঠেছে। এবার স্থানীয় সরকার নির্বাচনে সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। কিন্তু যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল ও স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে সাতটি ইউনিয়নে ২৫ জন প্রার্থী স্ব-স্ব ইউনিয়নে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তন্মধ্যে ১নং বাংলাবান্ধা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৯৬০ জন। এই ইউনিয়েন আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়ে বর্তমান চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, বিএনপিধানের শীষ প্রতীক নিয়ে শাহা আলম কিরণ, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নাইবুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল লতিফ, আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা প্রত্যেকে ভোটারদের দ্বারে দ্বারে ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি আর উন্নয়নের কথা তুলে ধরে ভোট চাইছেন। দেশের সর্ব উত্তরের বাংলাবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থীর সংগে বিএনপিধানের শীষ প্রতীক প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ত্রিমুখী লড়াইয়ের কথা শোনা যাচ্ছে। তবে নৌকা প্রতীকের প্রার্থীর কথায় জনসাধারণের মুখে বেশি শোনা যাচ্ছে। ২নং তিরইহাট ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ২৪০ জন। এই ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তাহমিদ মিল্টন, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে এবং বাবুল ইসলাম চশমা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। প্রার্থীরা ইউনিয়নবাসীর নিকট নিজের যোগ্যতা আর সমাজ সেবার কথা তুলে ধরে ভোট চাইছে। তবে বিএনপিধানের শীষ প্রতীকে নির্বাচিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন নিজ ভরাডুবি দেখে মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিএনপির বিদ্রোহী আনারস প্রতীক প্রার্থীর পাল্লা বেশ ভারি হয়েছে। আর সব কিছু ঠিকঠাক থাকলে এই ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থীর সংগে আনারস প্রতীক প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে। ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪১২ জন। এ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়ে বর্তমান চেয়ারম্যান কাজী আনিছুর রহমান এবং বিএনপিধানের শীষ প্রতীক নিয়ে সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান বাবলু আটঘাট বেঁধে নির্বাচনী প্রচারণা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থক সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মিঞা মোটরসাইকেল প্রতীক, জামায়াতে ইসলামীর প্রভাষক জাহাঙ্গীর আলম চশমা প্রতীক ও শরীফুল্লাহ আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন। উপজেলা সদরের এ ইউনিয়নে নৌকা প্রতীকের সংগে ধানের শীষ এবং মোটরসাইকেল প্রার্থীর ত্রিমুখী লড়াই হবে। তবে সাধারণ ভোটারদের মাঝে নৌকা প্রতীকের সংগে মোটরসাইকেল প্রতীকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই শোনা যাচ্ছে। ৪নং শালবাহান ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ২৩৮ জন। এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান বিএনপিধানের শীষ প্রতীক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম লালু মেম্বার নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফজলুর রহমান আনারস প্রতীক এবং সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হাকীম বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অটোরিকশা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে ভোটারদের মাঝে নৌকা প্রতীকের সংগে ধানের শীষ প্রতীকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পাশাপাশি আনারস প্রতীক প্রার্থীর নাম বেশ শোনা যাচ্ছে। ৫নং বুড়াবুড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৯৫৫ জন। এ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বাদশা সুলায়মান এবং বিএনপিধানের শীষ প্রতীকে কলিম উদ্দিন মেম্বার নির্বাচনী প্রচারণা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান মোটরসাইকেল প্রতীক, বিএনপি’র সমর্থক তারেক হোসেন চশমা প্রতীক, তজিবদ্দীন ঘোড়া প্রতীক ও মোস্তফা জামাল আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ভোটারদের মুখে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের সংগে চশমা প্রতীক প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ধান শীষ ও নৌকা প্রার্থীরাও ভোটারদের মন জয়ে ধীর গতিতে এগুচ্ছে। ৬নং ভজনপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ২৯০ জন। এই ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে যুবদল নেতা মোকসেদ আলী এবং আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক ও বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মসলিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর বাড়ির এ ইউনিয়নটিতে ধানের শীষ প্রতীকের সংগে বিদ্রোহী প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে নৌকা প্রতীকের প্রার্থীর খুঁটির জোর বেশ ভাল। সাধারণ ভোটারদের মুখে শোনা যাচ্ছে এই ইউনিয়নে ত্রিমুখী লড়াই হবে। ৭নং দেবনগর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৮১০ জন। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং বিএনপিধানের শীষ প্রতীক নিয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তারুল হক মুকুর বড় ভাই মহসিন উল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছলেমান ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন। তবে এই ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সংগে ধানের শীষ প্রতীক প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা শোনা যাচ্ছে। উপজেলার সাতটি ইউনিয়নের হাট-বাজারের চা দোকান ও হোটেলে সাধারণ ভোটারদের মাঝে পছন্দের প্রার্থীদের সমর্থকরা পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে নিজ প্রার্থীর জয়ের কথাই বলছে। গ্রামে-গঞ্জে প্রার্থীর পোস্টার, ব্যানার, আলোচনা সভা আর মাইকিং প্রচারণায় তেঁতুলিয়ার সাতটি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনী প্রচারণা এখন পুরো মাঠকে গরম করে তুলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান দুই দলেই বিদ্রোহের জ্বালা চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ