Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেইল ঝড়ের পরও এমন হার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ব্রিস্টলে ক্রিস গেইল জড়ও পারলো না ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে। পারবে কিভাবে! লক্ষ্যটা যে ছিল পাহাড়সম। গেইলের ৭৮ বলে ৯টি চার ও ৬ ছক্কায় ৯৪ রানের ইনিংসের পরও তাই ইংল্যান্ডের কাছে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারতে হলো ক্যারিবীয়দের।
২৬.৪ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান তুলে ম্যাচে ভালোভাবেই ছিল উইন্ডিজ। এরপর দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়ে গেইল ফিরতেই উইয়ের ঢিবির মত ধ্বসে পড়ে তাদের ইনিংস। গেইলের পর বাকি ব্যাটসম্যানের কেউই চল্লিশোর্ধো রানের ইনিংস খেলতে পারেনি। ৩৯.১ ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অধিনায়ক জেসন হোল্ডার। ধ্বসের মূল কারণ আসলে লিয়াম প্ল্যাঙ্কেট। ৫২ রানে এই পেসার একাই তুলে নেন ৫ উইকেট।
তবে ম্যাচের নায়ক প্লাঙ্কেট নন, ব্যাট হাতে ৫৩ বলে সেঞ্চুরি হাঁকানো মঈন আলী। ৫৭ বলে ৮ ছক্কায় ১০২ রান করেন এই স্পিন অলরাউন্ডার। এছাড়া ব্যাট হাতে অবদান রাখেন জোরুট (৮৪) ও বেন স্টোকসও (৭৩)। সব মিলে ইনিংসে এদিন ছক্কা আসে ২৮টি। এক ম্যাচে এমন ছক্কাবৃষ্টি আগে কখনো দেখিনি ইংল্যান্ড।
সিরিজের প্রথম ওয়াডেও জিতেছিল ইংল্যান্ড, দ্বিতীয়টি ভেসে যায় বৃষ্টিতে। সিরিজ অন্তঃত হারতে হচ্ছে না রুট বাহিনীর। আগামীকাল ওভালের ম্যাচটি জিতলেই সিরিজের ট্রফিটা নিজেদের কাছে রেখে দিতে পারবে ইংলিশরা।



 

Show all comments
  • Jahan71 ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ৯:৪৬ এএম says : 0
    what kind of cricket news. what is the score of TOTAL of England and west indies !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ