রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদপুর জেলা সংবাদদাতা
চাঁদপুরে অগ্নিকান্ডে তুলার গোডাউনসহ একটি তুলা বোঝাই ট্রাক পুড়ে গেছে। এতে ট্রাকসহ প্রায় অর্ধকোটি টাকার তুলা পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার ভোর ৫টায় শহরের বিসিক শিল্পনগরীর মেসার্স ঢালী কটন মিলের নিজস্ব গোডাউনে। ক্ষতিগ্রস্তরা জানায়, তুলা বোঝাই ট্রাকটি সোমবার রাতে চাঁদপুর আসে। কিন্তু শ্রমিক না থাকায় মালামাল না নামিয়ে ড্রাইভার ট্রাকটি গোডাউনের পাশেই রেখে চলে যায়। হঠাৎ ভোর বেলা এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তারা জানায়, হয়তোবা ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে। মেসার্স ঢালী কটন মিলের মালিক নুরে আলম ঢালী জানায়, গত রাত ১১টায় গোডাউন বন্ধ করে আমি বাড়ি চলে যাই। তুলাবোঝাই ট্রাকটি গোডাউনের পাশেই ছিল। কিভাবে আগুনের সূত্রপাত, সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি। তবে তিনি জানান, ট্রাকসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক রতন কুমার নাথ জানান, অগ্নিকা-ের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।