Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরীপুরে নির্বাচনী সহিংসতায় আতঙ্কিত ভোটাররা

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
গৌরীপুরে নির্বাচনী সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ভোটারদের মাঝে আতংক সৃষ্টি হচ্ছে। গত সোমবার গৌরীপুর উপজেলার পৌর শহরে ঝলমল সিনেমা হল মোড়ে দুপুর পৌনে ২টার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২নং সদর ইউনিয়নের আ.লীগ মনোনীত প্রার্থী হযরত আলী ও বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষকালে গুরুতর আহত আ.লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের পুত্র মোস্তফা কামালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মইলাকান্দা ইউনিয়নে নৌকা ধানের শীর্ষ প্রতীকের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় গুরুত্ব আহত দু’জন ঢাকায় চিকিৎসাধীন। এ সময় আ.লীগ নেতা আব্দুল মুন্নাফ, ছাত্রলীগ-যুবলীগ কর্মী আব্দুস সোবহান, সেলিম মিয়া, মানিক মিয়া, রাজিব, ডোমন, আব্দুল আউয়াল, আসাদ উল্ল­াহ আহত হন। এছাড়াও সহনাটি ইউনিয়নে নৌকার সমর্থকরা বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দুলাল আহাম্মেদের নির্বাচনী অফিস ভাঙচুর করে। মাওহা ইউনিয়নের নৌকা প্রতীকের কালন চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আল ফারুকের সমর্থকদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গৌরীপুর উপজেলায় ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে গত সোমবার দুপুরে প্রতীক বরাদ্দ শেষে আ.লীগ মনোনীত প্রার্থী শোডাউন করে যাওয়ার সময় উল্লেখিত স্থানে বিদ্রোহী প্রার্থীর শোডাউনের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও পাথর নিক্ষপের ঘটনা। পরে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণ পরই আ’লীগ প্রার্থীর সমর্থকরা পৌর শহরে সসস্ত্র মহড়া দিয়েছে। বর্তমানে দু’গ্রুপের মাঝেই উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গৌরীপুর থানার ওসি আক্তার মোর্শেদ জানিয়েছেন পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৌরীপুরে নির্বাচনী সহিংসতায় আতঙ্কিত ভোটাররা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ