Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিরলেন নওয়াজ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে পিআইএ’র একটি ফ্লাইটে ইসলামাবাদ পৌঁছান তিনি। মঙ্গলবার অ্যাকাউন্টেবিলিটি কোর্টের সামনে হাজির হবেন অযোগ্য ঘোষিত হয়ে পদত্যাগকারী সাবেক এই প্রধানমন্ত্রী।
প্রায় এক মাস আগে ক্যান্সারে আক্রান্ত স্ত্রী কুলসুম নওয়াজকে দেখতে লন্ডন যান নওয়াজ। আর এর পর থেকেই বিরোধীরা গুঞ্জন তুলেছিল নওয়াজ আর দেশে ফিরবেন না। বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) আশঙ্কা জানিয়েছিল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর মামলাগুলো মোকাবিলা করার ভয়ে নওয়াজ সহসা দেশে নাও ফিরতে পারেন। অবশেষে বিরোধীদের সেই আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে সোমবার দেশে ফেরেন নওয়াজ। তবে নওয়াজের মেয়ে মরিয়ম, ছেলে হাসান ও হুসেইনসহ পরিবারের অন্য সদস্যরা এখনও লন্ডনে আছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, গতকাল নওয়াজ বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, পিএমএল-এন এর তথ্যসচিব সিনেটর মুশাহিদুল্লাহ খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিমানবিষয়ক উপদেষ্টা সর্দার মেহতাব তাকে স্বাগত জানান। পরে নিজ দল পিএমএল-এন এর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পাঞ্জাব হাউসে অনির্ধারিত একটি বৈঠক করেন তিনি। ডন জানায়, ওই বৈঠকে নওয়াজের অ্যাকাউন্টেবিলিটি কোর্টের সামনে হাজির হওয়া প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। বৈঠকের পর পিএমএল-এন এর সিনেটর আসিফ কিরমানি সাংবাদিকদেরকে বলেন, মঙ্গলবার দুর্নীতির মামলায় অ্যাকাউন্টেবিলিটি কোর্টের সামনে হাজির হবেন নওয়াজ। আদালতে হাজিরা দেওয়ার পর নওয়াজ একটি সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি। পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর তার আসনটি শূন্য হয়। ১৭ সেপ্টেম্বর শূন্য আসনে অনুষ্ঠিত নির্বাচনে পিএমএলএন-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান নওয়াজের স্ত্রী কুলসুম। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ