Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে গবাদি পশু বিতরণ

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা
দারিদ্র্যতা দূরীকরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ৬০ জন উপকারভোগীদের মাঝে বিনামূল্যে গবাদি পশু বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও শাখার উদ্যোগে সংস্থা কার্যালয় চত্বরে আনুষ্ঠানিতকভাবে ৬০ জন দরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী। এ সময় আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলী খান, এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ও উপকারভোগীরা জানান, গরু প্রতিপালনের মধ্য দিয়ে বাড়তি আয় রোজগারের সুযোগ তৈরি হবে ও ছেলেমেয়ের পড়াশুনার খরচ বহনে সহায়ক হবে। এ ধরণের কার্যক্রম আরো জোরদার করলে দারিদ্র্য মুক্ত সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপকারভোগী ছাড়াও স্থানীয় নেতৃবর্গ, বিশিষ্ট সমাজ সেবক, সাংবাদিক ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঠাকুরগাঁওয়ে গবাদি পশু বিতরণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ