Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসি ল্যান্ডের প্রতিবেদনে লক্ষ টাকা ঘুষ!

দুদকের অনুসন্ধান

মালেক মল্লিক : | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভূমি অফিসের এসি (ল্যান্ড) সার্ভেয়ারের প্রতিবেদন পেতে লাগবে এক লক্ষ টাকার ঘুষ ! অন্যথায় জমি ক্রেতার বিপক্ষে প্রতিবেদন তৈরী করার হুমকিও দেন সরকারি এক কর্মকর্তা। ওই কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। তিনি বর্তমানে নারাণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ায়। তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। গতকাল রোববার ঘুষ গ্রহণকালে হাতে-নাতে ওই সরকারি তর্মকর্তাকে আটক করেছে দুদকের একটি বিশেষ টিম। এর আগে গত সপ্তাহে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের, বিআরটিএসহ তিনটি সরকারি প্রতিষ্ঠানে তিন কর্মকর্তাকে ঘুষগ্রহণকালে গ্রেফতার করেছে রাষ্ট্রের একমাত্র দুর্নীতি বিরোধী সংস্থাটি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, নারাণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ায় মোঃ আব্দুল হালিমকে সাইফুল ইসলামের নিকট থেকে ৬০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে হাতে-নাতে গ্রেফতার করেছে দুদকের একটি বিশেষ টিম। দুদক ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার এর নেতৃত্বে গঠিত ৭ সদস্যের টিম এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। সাইফুল ইসলামের একটি বিবিধ মামলার প্রতিবেদন তারঁ পক্ষে দেওয়ার জন্য মোঃ আব্দুল হালিম ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদকে জানানো হলে সকল আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক ফাঁদ মামলা পরিচালনার জন্য বিশেষ টিম গঠন করা হয়। সাইফুল ইসলাম জানান যে, রুপগঞ্জ অবস্থিত জে এল নং ১১৯, মৌজা-কেরানীগঞ্জ, সিএস ৫৫৭ সিএস দাগ নং ১৩৩৬ এস এ-৪৪৯ দাগ নং ১৩৩৬, আর এস খতিয়ান নং ১২৯ এর দাগ নং ১৮৬৬ দাগে মোট ২৯ শতাংশ ভূমি হতে বিক্রেতা রফিকুল ইসলাম গং এর নিকট ক্রয় করেন। কিন্তু গত বছর ৮ আগস্ট জনৈক ব্যক্তি নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূমি অফিসে উক্ত ভূমির ক্রেতাগণের বিরুদ্ধে বিবিধ মোকদ্দমা নং ২৪২ দায়ের করেন।
তৎপ্রেক্ষিতে এসি (ল্যান্ড) সার্ভেয়ার আব্দুল হালিমকে স্থানীয়ভাবে তদন্তের জন্য দায়িত্ব অর্পন করেন। তিনি সরেজমিনে গিয়ে জমি ক্রেতাদের দখলে দেখতে পান এবং ক্রেতাদের তার অফিসে যেতে বলেন। তখন সার্ভেয়ার সাইফুল ইসলাম এর নিকট থেকে চা-নাস্তা বাবদ কিছু খরচ চাইলে তিনি এক হাজার টাকা দিতে চান । কিন্তু ১০ হাজার টাকা দাবী করেন এবং সাইফুল ইসলামের শশুর এর মাধ্যমে বাধ্য হয়ে দশ হাজার টাকা সার্ভেয়ারের নিকট পাঠান। কিন্তু সার্ভেয়ার বাদীর নিকট হতে অনৈতিকভাবে লাভবান হয়ে তার বিপক্ষে প্রতিবেদন তৈরী করার হুমকি দেন এবং বলেন আরও ১ লক্ষ টাকা দিলে তাদের পক্ষে প্রতিবেদন দিবেন। এমতাবস্থায়, তিনি নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজী হয়ে ১৪ সেপ্টেম্বর ৩০ হাজার টাকা দেন। বাকী ষাট হাজার-টাকা দেয়া পূর্বে তিনি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করলে,কমিশন সকল আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে অভিযোগ সংশ্লিষ্ট ৭ সদস্যের টিম আগে থেকে ওৎ পেতে থাকে। সার্ভেয়ারকে ঘুষের ৬০ হাজার টাকাসহ দুদক এর একটি বিশেষ টিম তাকে হাতে-নাতে গ্রেফতার করেছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বাদী হয়ে এ বিষয়ে রুপগঞ্জ থানায় মামলা মামলা করেন। এছাড়া আসামি আব্দুল হালিমের অফিসের আলমারি ও ড্রয়ার তল্লাশি করে আরও নগদ দুই লক্ষ ১০ হাজার টাকা পাওয়া য়ায়। এ টাকার কোনো বৈধ উৎস জানাতে পারেননি।
এ বিষযে জানতে চাইলে দুদক উপ-পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ইনকিলাবকে বলেন, সরকারি একজন কর্মকর্তা এক লক্ষ টাকার ঘুষ দাবি করেন। পরবর্তীতে ৬০ হাজার টাকা ঘুষ গ্রহষ কালে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার কাঝে আরো দুই লক্ষ টাকার পায় দুদদ। এসব টাকার বৈধ কোনো উৎস খুঁজে না পাওয়া যায়নি। তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। তিনি আরো বলেন, দুদকের একজন সহকারী পরিচালক এ ঘটনা অনুসন্ধান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ