Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্বাস্তুদের ফেরা ঠেকাতে গোলাবর্ষণ শুরু করেছে সামরিক বাহিনী

মিয়ানমারে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাখাইন রাজ্যে একটি মসজিদের বাইরে বিস্ফোরণের জন্য রোহিঙ্গাদের দায়ী করেছেন মিয়ানমারের সেনাপ্রধান। তবে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, উদ্বাস্তুদের ফেরা বন্ধ করতে মিয়ানমার সামরিক বাহিনী ওই অঞ্চলে গোলাবর্ষণ শুরু করেছে। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতা প্রশমিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নির্দোষ বেসামরিক লোকজন যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার আশ্বাস দেয়ার কয়েক দিনের মধ্যেই এই উত্তেজনার সৃষ্টি হলো। সু চি উল্লেখ করেন, রাখাইন ইস্যুর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হলো লোকজনের মানসিকতার পরিবর্তন করা, ঘৃণা বা যুদ্ধ না করে স¤প্রীতিতে বসবাসের জন্য একে অপরকে আরো ভালোভাবে বোঝা। সু চি বলেন, সরকার রাখাইনে সাহায্য দিয়ে যাচ্ছে। কিন্তু গত শনিবার মিয়ানমারের সেনাপ্রধান মিন আঙ হলাইঙ ফেসবুকে এক পোস্টে জানান, শুক্রবার রাখাইনের বুধিডঙ টাউনশিপে একটি মসজিদ ও একটি মাদরাসার মাঝখানে ঘরে তৈরি মাইন বিস্ফোরণ ঘটিয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। মিয়ানমার সেনাপ্রধান অভিযোগ করেন, সন্ত্রাসীরা প্রায় ৭০ হাজার গ্রামবাসীকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছে। এসব লোক মি চাঙ জাইয়ে বাস করে আসছে। তবে বিশ্লেষকরা তার এই অভিযোগের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ গ্রামবাসীদের তাড়িয়ে দিলে সন্ত্রাসীদের কোনো লাভ নেই। সন্ত্রাসীরা যদি থাকেও, তবু রোহিঙ্গা স¤প্রদায়ের যত বেশি উপস্থিতি থাকবে, তাতে তাদের লাভ হবে বেশি। সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, আমাদের গ্রামবাসীরা তাদের বাড়িঘর ছেড়ে যেতে চায় না। কিন্তু সন্ত্রাসীরা নামাজের সময় বিস্ফোরণ ঘটিয়ে গ্রামবাসীদের সন্ত্রস্ত করতে চাইছে। রয়টার্স।



 

Show all comments
  • তারেক মাহমুদ ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ৪:৫৯ পিএম says : 0
    মিয়ানমারের সেনাপ্রধান কী আসলে মানুষ ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ