Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে ক্ষেপণাস্ত্র হামলা অনিবার্য : কিম জং উন

প্রশান্ত মহাসাগরে বোমা ফাটিয়ে ইতিহাস সৃষ্টি করতে চায় পিয়ংইয়ং

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে ক্ষেপণাস্ত্র হামলা অনিবার্য হয়ে পড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। গত শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। খবরে বলা হয়, ভাষণে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সর্বোচ্চ নেতা কিম জং-উনকে ‘রকেটম্যান’ বলেছেন ‘শয়তান প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে হামলার বৈধতা দেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সমালোচনা করে রি ইয়ং হোর বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বোমারু বিমান বি-১বি ল্যান্সার অন্য জঙ্গি বিমানগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার পূর্ব দিকে পানির ওপর আন্তর্জাতিক আকাশসীমায় টহল দেয়। যুক্তরাষ্ট্র যে সামরিক বিকল্প হাতে রাখছে, তা দেখাতেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। অপর এক খবরে বলা হয়, ট্রাম্পের ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে জব্দ করতে এবার প্রশান্ত মহাসাগরে হাইড্রোজেন বোমা ফাটানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এবার তাদের পদক্ষেপ ইতিহাসে লেখা থাকবে। চলতি মাসের সেপ্টেম্বরে হাইড্রোজেন বোমা পরীক্ষা করে এক প্রকার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন কিম জং-উন। জাতিসংঘসহ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে পরোয়া না করে পর পর দুইবার জাপানের ওপর দিয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা। এরপরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘে দেওয়া প্রথম ভাষণে কিমকে শেষ হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়াকে গুঁড়িয়ে দেওয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে তাতে দমে যায়নি উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি অং-হো জানিয়েছেন, ভবিষ্যতে প্রশান্ত মহাসাগরে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা করা হবে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, উত্তর কোরিয়া’র ষষ্ঠ পরমাণু বিস্ফোরণের মাত্রা গত পরীক্ষার চেয়ে ৯ দশমিক ৮ গুণ বেশি। উত্তর কোরিয়ার ভূখন্ড থেকে প্রবল কম্পন ছড়িয়ে পড়তেই শঙ্কিত হয় দক্ষিণ কোরিয়া, জাপানসহ প্রাচ্যের বিভিন্ন দেশ। জাপান সরকারের দাবি, সা¤প্রতিক সময়ে সব থেকে বড় পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্তি¡ক জরিপ সংস্থা বলছে, উত্তর কোরিয়ার ১০ কিলোমিটার এলাকাজুড়ে ৫ দশমিক ৬ মাত্রার মাঝারি আকারের কম্পন সৃষ্টি হয়েছে। এই কম্পন ভূমিকম্প নাকি কোনও পারমাণবিক বিস্ফোরণের কারণে সৃষ্ট তা এখনও জানা যায়নি। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ